মোঃ ফয়েজুল ইসলাম: ১৬ই ফেব্রুয়ারী ২০১৬/ঢাকা/ প্রিয় শিক্ষাঙ্গনের পাশেই পড়ে আছে অব্যবহৃত কাগজের টুকরো, ব্যবহৃত টিস্যু, খালি চিপস এর প্যাকেট ও অন্যান্য ময়লা আবর্জনা। নিশ্চয়ই দেখতে খুব একটা মানানসই হবেনা। এই ময়লা আবর্জনা গুলো যদি যথাস্থানে ফেলা হতো সুন্দর হত পরিবেশ ও শিক্ষাঙ্গন।
নিজ শিক্ষাঙ্গন পরিষ্কার এর উদ্দ্যোগ নিয়ে “ইউল্যাব সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব” ১৬ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত “কিপ দ্যা এনভাইরনমেন্ট ক্লিন” নামে এক কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর শুরুতে ইউল্যাব এর শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা ড.পিংকি শাহ্, সহযোগী অধ্যাপক সাখাওয়াত কামাল, ইউল্যাব এর ডেপুটি রেজিস্ট্রার হাবিবুর রহমান ও ক্লাবের নির্বাহী ও সাধারন সদস্যবৃন্দ।
মানববন্ধন শেষে ক্লাবের সদস্যবৃন্দ ইউল্যাবের দুইটি ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা পরিষ্কার করে এবং দূটি ভিন্ন স্থানে দুটি স্থায়ী ডাস্টবিন স্থাপন করে এবং সাতমসজিদ রোডে একটি র্যা লী করে্। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল মানুষকে অব্যাবহৃত জিনিস ও ময়লা রাস্তায় বা যেখানে সেখানে ফেলার ক্ষেত্রে আরো সচেতন করে তোলা। যাতে মানুষ যথাস্থানে ময়লা আবর্জনা ফেলে।
ইউল্যাব সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা মনে করে মানুষ যদি যথাস্থানে ময়লা ফেলে এতে রাস্তার ও যেখানে সেখানের ময়লা আবর্জনা অনেকটাই কমানো সম্ভব এবং পরিবেশকে দূষনের হাত থেকে রক্ষা করা সম্ভব। যদি প্রতিটি শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা দায়িত্ব নিয়ে নিজেদের শিক্ষাঙ্গন পরিষ্কার করে ও যথাস্থানে ময়লা আবর্জনা ফেলে এতে প্রতিটি শিক্ষাঙ্গন সুন্দর ও পরিষ্কার রাখা সম্ভব।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস