বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬:১৬

৫ সেপ্টেম্বর থেকে সব ফ্যাক্টরি খোলা হবে: বিজিএমইএ সভাপতি

৫ সেপ্টেম্বর থেকে সব ফ্যাক্টরি খোলা হবে: বিজিএমইএ সভাপতি

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সব ফ্যাক্টরি খোলা হবে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, আজকে ১০০টির বেশি পোশাক কারখানা বন্ধ ছিল। কিছু জায়গা হামলা হয়েছে। যেসব কারখানা আজকে বন্ধ ছিল, কালকে থেকে তা চালু হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আশ্বাস দিয়েছে যে, কোন সহিংসতা বা অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে তারা।

এসময় ফ্যাক্টরি খোলা রেখে সকল দাবি ও সমস্যা সমাধানের আশ্বাসও দেন দেন রফিকুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে