মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০৭:৩১

শ্রমিক নিতে মার্চে আসছে কাতার প্রতিনিধি দল

শ্রমিক নিতে মার্চে আসছে কাতার প্রতিনিধি দল

নিউজ ডেস্ক : শ্রমিক নিতে মার্চে ঢাকায় আসছে কাতারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।  সফরে দু’দেশের প্রতিনিধিরা যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক করবে।  ২ মার্চ থেকে ৫ মার্চ এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।  বৈঠকে প্রতিনিধিরা বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রীর সাম্প্রতিক কাতার সফরের বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে আলোচনা করবে।
 
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে দেখা করতে এসে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-দেহাইমি।  

সাক্ষাৎকালে দু’দেশের জনশক্তি রপ্তানি ও আগামী মার্চে কাতারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরের বিষয়ে সার্বিক আলোচনা হয়।
 
প্রবাসী কল্যাণমন্ত্রী সম্প্রতি কাতার সরকারের আমন্ত্রণে সে দেশের সফরের বিষয়ে কাতার সরকারের আন্তরিকতা ও আতিথেয়তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।  কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী ড. ইসা আল-জাফালি আল-নুয়াইমির ভ্রাতৃত্ব ও অতিথিপরায়ণতার প্রসংশা করেন মন্ত্রী।
 
নুরুল ইসলাম বিএসসি বলেন, গত ৩ ফেব্রুয়ারি জনশক্তি রপ্তানির বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী ড. ইসা আল-জাফালি আল-নুয়াইমির সঙ্গে যে বৈঠক হয়েছে তা অত্যন্ত ফলপ্রসূ।  কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে।            
 
কাতারের রাষ্ট্রদূত বলেন, কাতার সফরে দ্বিপাক্ষিক বৈঠকে যেসব বিষয়ের ওপর আলোচনা হয়েছে তা দ্রুত বাস্তবায়নে কাজ করছে কাতার সরকার। এরই পরিপ্রেক্ষিতে আগামী মার্চের প্রথমদিকে অর্থাৎ ২ থেকে ৫ মার্চে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং ঢাকায় অনুষ্ঠিত হবে।  অধিক সংখ্যক শ্রমিক প্রেরণের বিষয়েও আলোচনা হবে।
 
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, যুগ্ম-সচিব (কর্মসংস্থান ও শ্রম বাজার গবেষণা) আবদুর রউফ, যুগ্মসচিব (কর্মসংস্থান ও পলিসি) কাজী আবুল কালাম, উপ-সচিব বদরুল আরেফিন, মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি প্রবাসীকল্যাণ মন্ত্রীর কাতার সফরে বাংলাদেশ থেকে ৩ লাখের অধিক কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। দেশটিতে ২০২২ সালে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিপুল সংখ্যক কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে তারা।
 ১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে