বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৪:১৪

খোঁজ মিলল বাহার ও কন্যা সূচনার, প্রতিদিন লাগে ১০ হাজার

খোঁজ মিলল বাহার ও কন্যা সূচনার, প্রতিদিন লাগে ১০ হাজার

এমটিনিউজ২৪ ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তার সঙ্গে দেশ ছেড়েছেন তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাও।

বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। সেখানে প্রতিদিন ১০ হাজার রুপির বিনিময়ে আছেন তারা।
‘ওপি ইন্ডিয়া’ নামে ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১০ দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন ১০ হাজার রুপি গুণতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটির দাবি ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা।

৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পলায়নের পরেই কুমিল্লার মনোহরপুর মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর হয়। এর পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক সংসদ সদস্য বাহার এবং তার মেয়ে সূচনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে