নিউজ ডেস্ক : পাকিস্তান চিরশত্রু আখ্যায়িত করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
শেখ সেলিম বলেন, পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখনো আমাদের পেছনে ষড়যন্ত্র করছে। তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, তারা ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ করিয়েছে। তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভেবে দেখার আহ্বান জানান তিনি।
শেখ সেলিম বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার হবে। কোনো বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম