ঢাকা : অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এবার পুলিশে নতুন ইউনিট গঠন করা হয়েছে। ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’ গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসবাদ ও এতে অর্থায়ন ছাড়াও গোয়েন্দা তথ্য সংগ্রহ, অভিযান পরিচালনা, মামলা রুজু, মামলা তদন্ত এবং তদন্তের পর সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখবে এ ইউনিটের সদস্যরা।
নব গঠিত ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর পুলিশের ডিআইজি (সদ্য পদোন্নতিপ্রাপ্ত) মনিরুল ইসলাম।
নব গঠিত ইউনিট প্রধান বলেন, এই ইউনিটে জনবল রয়েছে ৬১১। এখানে ডিআইজি পদ একটি, অতিরিক্ত ডিআইজি পদ ২টি, ডিসি পদ ৪টি, এডিসি পদ ১০টি, এসি পদ ২০টি, ইন্সপেক্টর ৪০টিসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে কাজ করবে ইউনিট।
তিনি বলেন, ৪টি বিভাগে বিভক্ত হয়ে কাজ করবে এ ইউনিট। বিভাগগুলো হলো কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম