নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে দলের উপজেলার পর্যায়ের পাঁচ নেতার পাশাপাশি ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্থানীয় বিএনপি দলীয় এমপি প্রার্থীদেরও সুপারিশ লাগবে।
এখন ছয়জন তৃণমূলের প্রার্থী বাছাই করবে। গতকাল বিএনপির গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এর আগে দুপুরে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামের কাছে গঠনতন্ত্র সংশোধনের চিঠি হস্তান্তর করেন।
পরে উপস্থিত সাংবাদিকদের রিজভী আহমেদ বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলের গঠনতন্ত্রের একটি ধারায় সংশোধনী এনেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়টি লিখিতভাবে ইসিকে জানানো হয়েছে। গত ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও ভোটের বিধান রেখে দলীয় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়।
এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারপারসন দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবেন। তবে তাদের প্রত্যয়নপত্র দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। পৌরসভায় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রত্যয়ন করলেও ইউপিতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমতা দেয়া হয়েছে। এবিষয়ে ১৮ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে বলে জানান রিজভী।
এদিকে এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ইতিপূর্বে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে, ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে মনোনয়নের ক্ষেত্রে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই পাঁচজন যৌথভাবে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।
আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপি’র আহবায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১নং যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১নং যুগ্ম আহ্বায়ক ও ২নং যুগ্ম আহ্বায়ক অনুরূপ যৌথভাবে এই পাঁচজন দলীয় চেয়ারম্যান প্রার্থীর জন্য সুপারিশ করবেন।
কিন্তু আহ্বায়ক কমিটিতে যদি যুগ্ম আহবায়কের পদ না থাকে সেক্ষেত্রে উপজেলা বিএনপি’র কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১নং সদস্য এবং ইউনিয়ন বিএনপি’র কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১নং সদস্য ও ২নং সদস্য অর্থাৎ মোট পাঁচজন অনুরূপ যৌথভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।
তবে পরবর্তীতে আরও একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার ক্ষেত্রে ওই পাঁচ জনের সুপারিশ ছাড়াও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ছিলেন স্ব স্ব এলাকায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনে তাদেরও সুপারিশ অন্তর্ভুক্ত থাকতে হবে। -এম.জমিন
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস