বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২০:১৪

আ.লীগের ২৫০ প্রার্থী চূড়ান্ত

আ.লীগের ২৫০ প্রার্থী চূড়ান্ত

ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৫০টি ইউনিয়নে তাদের প্রার্থী চুড়ান্ত করেছে বলে জানা গেছে। দলটির মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে এ প্রার্থী নির্ধারণ করেন। তবে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় নি।

আওয়ামী লীগের সভাপতি ও বোর্ড চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের বৈঠকটি মঙ্গলবার রাত ৮টার দিকে শুরু হয়, চলে রাত সোয়া ১১টা পর্যন্ত।

এ বৈঠকে ১০টি পৌরসভার প্রার্থীও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার পর্যন্ত এ বৈঠক মূলতবি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফের বৈঠক বসবে। বোর্ডের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, প্রথম দফায় ৭৫২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত হবে আজ বুধবার। দেশে এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকে লড়বেন। তবে মেম্বাররা আগের মতো কোনো দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনে অংশ নেবেন।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে