বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৮:৩২

চলছে আওয়ামী লীগের হরতাল, পিকেটিং

চলছে আওয়ামী লীগের হরতাল, পিকেটিং

বরগুনা প্রতিনিধি : ক্ষমতাসীন আওয়ামী লীগের একাংশের ডাকে বরগুনায় উপজেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। হরতাল সমর্থনে বুধবার সকালে উপজেলা ও ইউনিয়ন বাজারগুলোতে পিকেটিং করতে দেখা গেছে।

সকালের শুরুতেই পাথরঘাটার গোল চত্বরসহ আঞ্চলিক সড়কে টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে হরতাল সমর্থকরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকে। তবে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে হরতালের সমর্থনে পিকেটিং করায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাজারগুলোর অধিকাংশ দোকান বন্ধ আছে। এছাড়া সড়কে যানবাহন চলাচলও তেমন নেই।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে হরতালের ডাক দেয় আওয়ামী লীগের একাংশ।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে