হবিগঞ্জ প্রতিনিধি : পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে তারা নিখোঁজ হয়েছিল। বুধবার সকালে একই উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল থেকে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এই চার শিশু হলো- সুন্দ্রাটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), দ্বিতীয় শ্রেণির জাকারিয়া আহমেদ শুভ (৮), চতুর্থ শ্রেণির তাজেল মিয়া (১০) এবং সুন্দ্রাটেকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)।
শুক্রবার বাড়ির পাশের একটি মাঠে খেলতে যাওয়ার পর থেকে নিখোঁজ হয় ওই চার শিশু। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে চাচাতো ভাই বলে এলাকাবাসী জানিয়েছে।
জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, ‘সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল এলাকায় মাটির স্তূপের নিচে লাশের অংশ বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ চারটি উদ্ধার করে’।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন