মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩৬:৩৬

এবার কম শুল্কের পেঁয়াজ আসা শুরু

এবার কম শুল্কের পেঁয়াজ আসা শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টায় ভারতীয় কাস্টমসে পেঁয়াজ রফতানিতে শুল্কহার ৪০ থেকে কমিয়ে ২০ করার বিষয়টি আপডেট করা হয়। 

এর পর থেকে ভারতীয় কাস্টমসে পেঁয়াজ রফতানির টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। পরে টেন্ডার  প্রক্রিয়া ও শুল্ক প্রদান শেষে বিকাল সাড়ে ৫টা থেকে বন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আসে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশিদ বলেন, গত শুক্রবার পেঁয়াজ রফতানিতে শুল্ক ৪০ থেকে কমিয়ে ২০ ভাগ করে ভারত। একইসঙ্গে পেঁয়াজের রফতানি মূল্য ৫৫০ ডলার থেকে কমিয়ে ৪০৫ ডলার করে। 

এরপরে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আগের বাড়তি মূল্যে করা এলসিগুলো সংশোধন করাসহ সব প্রস্তুতি নিই। কিন্তু শুল্ক কমানোর বিষয়টি ভারতীয় কাস্টমসের সার্ভারে আপডেট করা হয়নি। যার কারণে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু করতে পারিনি। 

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকালে ভারতীয় কাস্টমসে শুল্কহার কমার বিষয়টি আপডেট করা হয়। যার কারণে বিকাল থেকে বন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে শুল্ক কমালেও ভারতে দাম বাড়ানোয় দেশের বাজারে দামের ওপর তেমন প্রভাব পড়বে না। তবে দুই চার দিন গেলে ভারতে দাম কমে আসবে- সেক্ষেত্রে আমদানি বাড়ার সঙ্গে দামও কমবে। বর্তমানে আমদানি করা পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে