শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৯:৫৬

কর্ণফুলী নদীতে ভাঙন অব্যাহত, বিলীন হচ্ছে অনেক ঘরবাড়ি

কর্ণফুলী নদীতে ভাঙন অব্যাহত, বিলীন হচ্ছে অনেক ঘরবাড়ি

এমটিনিউজ২৪ ডেস্ক : গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। প্রবল স্রোত ও ঢেউয়ের আঘাতে কাপ্তাইয়ের শিলছড়ি চেয়ারম্যান পাড়ার অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হচ্ছে। ভাঙন রোধে এখনও ব্যবস্থা চোখে পড়েনি।

সরেজমিনে দেখা গেছে, কর্ণফুলী নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। কাপ্তাই উপজেলাধীন ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শিলছড়ি চেয়ারম্যান পাড়া গ্রামের ৪ টি বাড়ি নদীতে তলিয়ে গেছে। নদী ভাঙন অব্যাহত থাকায় পুরো গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ মহসিন, রোকেয়া বেগম ও মেম্বার সারোয়ার হোসেন জানান, ১৫ সেপ্টেম্বর আকস্মিক বন্যায় কয়েকটি বসতভিটার একাংশ নদীতে তলিয়ে গেছে। নদীর পাড় এখনও ভাঙছে। পুরো বসতভিটা নদীতে তলিয়ে গেলে মাথা গোঁজার ঠাই হারাবেন তারা।

তারা আরও জানান, এই ভয়াবহ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ অতীব জরুরি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সাব ডিভিশনাল অফিসার শামসুল আরেফিন সময় সংবাদকে জানান, প্রবল বর্ষণে উজান থেকে পাহাড়ি ঢল কর্ণফুলী নদীতে নেমে আসায় নদীর পানি বেড়ে গেছে। পানির প্রবল স্রোতে পাড়গুলো ভাঙনের কবলে পড়েছে। তবে এ ভাঙন রোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে