শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২০:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি বন্ধ, যা বললেন সারজিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি বন্ধ, যা বললেন সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। বিষয়টিকে তিনি নতুন বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি তার ভেরিফায়েড ফেসবকু পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। সারজিস আলম ওই পোস্টে লিখেছেন, 'প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৷ নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে...।'

কমেন্টে বক্সে সারজিস আরো লিখেছেন, 'আশা করছি দলীয় কিছু ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল দেশের বৃহত্তর স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে ৷ কারণ এটা বাংলাদেশের ছাত্র-জনতার প্রাণের দাবি ৷ রাজনৈতিক সচেতনতা, নেতৃত্বের বিকাশ ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।'

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে