সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫২:৩০

ফরিদপুর থেকে সাবেক রেলমন্ত্রীর ভাই গ্রেপ্তার

ফরিদপুর থেকে সাবেক রেলমন্ত্রীর ভাই গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীতে ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল হাকিম সাধনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এহসানুল হাকিম সাধন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা গেছে, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সি‌নিয়র যুগ্ম সম্পাদক তুহি‌নুর রহমা‌নকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে গত ২৫ আগস্ট রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি আমলি আদালতে মামলা দায়ের করেন তিনি। আদালতের বিচারক মৌসুমী সাহা মামলা‌টি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম ও চাচাতো ভাই এহসানুল হাকিম সাধনসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হ‌য়।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ছাত্রদল নেতা তুহিনুর রহমানের করা মামলায় তিন নম্বর আসামি ছিলেন এহসানুল হাকিম সাধন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে