ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফ কথা। তিনি বলেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ভেঙে পৃথক করা হচ্ছে না। আপাতত নতুন কোনো মন্ত্রী নিয়োগের পরিকল্পনা নেই।
বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সম্পূরক প্রশ্নে কাজী ফিরোজ রশিদ বলেন, এযাবৎ যারা পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন তাদের যথেষ্ট অভিজ্ঞতার অভাব পরিলক্ষিত হয়েছে। কারণ যারা পর্যটনমন্ত্রী থাকেন তারা কোথাও ঘোরাঘুরি করেন না। কোথায় কি পর্যটন তাও দেখেন না।
তিনি বলেন, এ কারণে পর্যটন শিল্পকে অগ্রাধিকার দেয়ার জন্য বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে ভেঙে পর্যটন মন্ত্রণালয় আলাদা করা এবং এতে আলাদা মন্ত্রী নিযুক্ত করা হবে কি না?
এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অভিজ্ঞতাতো হঠাৎ করে হয় না। কাজ করার মধ্যদিয়েইঅভিজ্ঞতা হয়। প্রশ্নটি যিনি করলেন উনি কিন্তু এখন সংসদ সদস্য হয়েছেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তো ওনার এর আগেও ছিল না। এবারই প্রথম সংসদ সদস্য হবায় পরই তো উনি অভিজ্ঞতা অর্জন করছেন। কাজেই যারা মন্ত্রী হচ্ছেন, তারা কিন্তু যথাযথভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, অভিজ্ঞতা তো কোনো একটি দায়িত্ব পালনের মধ্যদিয়েই হয়। তাই এ মুহূর্তে এ মন্ত্রণালয়কে দুটি মন্ত্রণালয় করার কোনো পরিকল্পনা নেই। নতুন মন্ত্রী নিয়োগের কোনো পরিকল্পনা নেই।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম