মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৪:০১

এবার অবৈধভাবে নিয়ে আসা ১৭টি মহিষ আটক করলো বিজিবি

এবার অবৈধভাবে নিয়ে আসা ১৭টি মহিষ আটক করলো বিজিবি

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৭টি মহিষ আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা। এ মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার চান্দুরা এলাকা থেকে ভোরবেলা মহিষের চালান আটক করে বিজিবির বিশেষ টহলদলের সদস্যরা।

 বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ভোররাতে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৭টি ভারতীয় মহিষ আটক করা হয়। পরে আটককৃত ভারতীয় মহিষ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কাস্টমস অফিসে জমা রাখা হয়। সন্ধ্যায় আখাউড়া কাস্টমস কর্মকর্তার মাধ্যমে মহিষগুলো নিলামে বিক্রি করা হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মহিষসহ অন্যান্য গবাদিপশু যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল (২৫ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা বদ্ধপরিকর। ভবিষ্যতে অবৈধভাবে আসা গবাদিপশুর অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি আরও কঠোর সতর্কতা অবলম্বন করবে।
 
উল্লেখ্য, এর আগেও সরাইল (২৫ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালান নিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে ১৫টি ভারতীয় মহিষ আটক করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে