বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০০:০৩

বাংলাদেশের জন্য রাশিয়ার এমআই-১৭১

বাংলাদেশের জন্য রাশিয়ার এমআই-১৭১

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনীর জন্য রাশিয়া আরো ৭টি এমআই-১৭১ কমব্যাট-ট্রান্সপোর্ট হেলিকপ্টার তৈরি করছে বলে এক রিপোর্টে জানিয়েছে স্পুটনিক ইন্টারন্যাশনাল।

রাশিয়ার রাষ্ট্রায়াত্ত্ব কোম্পানি রোস্টেকের অঙ্গ প্রতিষ্ঠান রাশান হেলিকপ্টার্স এই কপ্টারগুলো তৈরি করছে।

কোম্পানির ডেপুটি সিইও আলেক্সান্দার শারবিনিন সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেছেন: হেলিকপ্টারগুলো এখন উলান-উদে এভিয়েশন প্লান্টে নির্মাণাধীন।  ২০১৬-এর মধ্যে এগুলো বাংলাদেশকে সরবরাহ করা হবে।

স্পুটনিক ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশকে ৫টি এমআই-১৭১ কমব্যাট-ট্রান্সপোর্ট হেলিকপ্টার সরবরাহ করেছে রাশিয়া। এরপর আরো একটি চালানের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি সই হয়।

আলেক্সান্দার শারবিনিন জানান, এমআই-১৭১ দিয়ে বাংলাদেশ খুব ভালো ফল পাচ্ছে।  কপ্টারগুলো মানুষ পরিবহনের কাজে ব্যবহার করা হয়।  সমরাস্ত্র দিয়েও সাজানো যায় কপ্টারগুলো।

এমআই-১৭১ ছাড়াও বাংলাদেশ গত কয়েক বছরে রাশিয়া থেকে ১১টি ইয়াকোলেভ ইয়াক-১৩০ সর্বাধুনিক ফাইটার ট্রেনার সংগ্রহ করেছে।  চলতি বছরের মধ্যে আরো ৫টি ইয়াক-১৩০ আসার কথা রয়েছে।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে