বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১০:০২

আমি ভোটের দিকে তাকাইনি : চুমকি

আমি ভোটের দিকে তাকাইনি : চুমকি

নিউজ ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শত বছরের পুরনো আইন দিয়ে বাল্যবিয়ে বন্ধ করা যাচ্ছে না। এজন্য আরো কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে।

বুধবার রাজধানীর মহাখালীর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কনফারেন্স রুমে ‘বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চুমকি বলেন, আগের আইনে এক হাজার টাকা জরিমানার কথা উল্লেখ রয়েছে, যা আজকের দিনে খুবই নগণ্য।  তাই অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে।

তিনি বলেন, অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের পাশাপাশি তাদের সন্তানরাও পুষ্টিহীনতায় ভুগছে।  এর ফলে মেধাবী নাগরিক থেকে দেশ বঞ্চিত হচ্ছে।

চুমকি বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় অনেক বাল্যবিয়ে বন্ধ করেছি। অভিযুক্তদের জেলে ঢুকিয়েছি।  আমি ভোটের দিকে তাকাইনি।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমআরসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে