এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীর হাঁসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
মোহনপুর থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০)। তার বাবার নাম আয়েন উদ্দিন। হামলায় সাদ্দামের বড় ভাই মো. বুলবুল (৪৫) গুরুত্বর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদ্দামের মরদেহ রাখা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হচ্ছে। ঘটনার পর পুলিশ ওই গ্রামের একসার আলী নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জানান, নিহত সাদ্দাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই আহত বুলবুল ইউনিয়ন কৃষক দলের সদস্য। অভিযুক্ত একসার আলী আওয়ামী লীগের সমর্থক। একসারের ভাতিজা আকতার হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, রাজনৈতিক বিষয় নিয়ে একসার আলীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো একই গ্রামের কৃষক দলের নেতা বুলবুলের। আজ সন্ধ্যায় আবারও একসারের বাড়ির সামনে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মী একসার বাড়ি থেকে হাঁসুয়া এনে বুলবুলকে কোপাতে শুরু করেন। বড় ভাইকে কোপাতে দেখে তাকে রক্ষায় এগিয়ে যান বুলবুলের ছোট ভাই সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দামকেও কুপিয়ে গুরুত্বর আহত করে একসার। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার পরই অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একসার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।