বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০১:০৭

১০ হাজার টাকায় বিবিএ-এমবি’র সার্টিফিকেট

১০ হাজার টাকায় বিবিএ-এমবি’র সার্টিফিকেট

ঢাকা: অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে বিবিএ ও এমবিএ’র সার্টিফিকেট তৈরি ও বিক্রির অভিযোগে জেরিন ও মাকসুদা নামের নারীকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন ডিআইটি রোডের ১০৯ নম্বর বাড়িতে আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এর মধ্যে জেরিন বিশ্ববিদ্যালয়টির অফিস সহকারি। এসময় শতাধিক নকল সার্টিফিকেট জব্দ করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই ক্যাম্পাসে ছাত্রদের পড়াশোনা করার মতো কোনো পরিবেশ দেখা যায়নি।  

পরে বিশ্ববিদ্যালয়টিতে তল্লাশি চালিয়ে বিবিএ ও এমবিএ’র প্রায় ১শ সার্টিফিকেট জব্দ করাসহ জেরিন ও মাকসুদাকে আটক করা হয়। তারা ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সার্টিফিকেট বিক্রি করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

র‌্যাব আরো জানায়, এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান প্রফেসর সরদার মুজিবর রহমান পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয় বলেও জানিয়েছে র‌্যাব কর্মকর্তারা।  
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে