এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে এসে জেলে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
রোববার (২৯ সেপ্টেম্বর) জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, শেখ হাসিনার আশপাশে যারা ছিলেন, তাদের এখনও আইনের আওতায় আনা হয়নি। আওয়ামী লীগের প্রেতাত্মাদের রেখে কোনো সংস্কার কাজে আসবে না।
‘এই সরকারকে বলবো আপনি সময় নেন ঠিক আছে কিন্তু স্বাধীনতা নিশ্চিত করতে হলে আওয়ামী লীগকে সরাতে হবে। গণতন্ত্রের শত্রুদের বাইরে রেখে সংস্কার করলে সে সংস্কার হবে না’, যোগ করেন তিনি।
এ সময় বিএনপির এ নেতা বলেন, ‘শেখ হাসিনা ফিরে আসেন, এসে জেলে যান। তারপর বোঝা যাবে নির্বাচন করতে পারবেন কিনা।’
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়- এমন প্রশ্ন রেখে আবদুস সালাম উল্লেখ করেন, গণহত্যার ১ নম্বর আসামি শেখ হাসিনা, ২ নম্বর আসামি ওবায়দুল কাদের।