এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালী পৌর শহরের কাজীপাড়ার এক ব্যক্তির ভবনের ফটকে ঝোলানো এই নামফলক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সমালোচনার মুখে বাড়ির সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা’ নামফলক খুলে ফেলেছেন আন্দোলনে ‘সহযোদ্ধা’ দাবি করা ইলিয়াস হোসেন। হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি বাড়ির সামনের নামফলক খুলে ফেলেন।
ইলিয়াস হোসেন (৫২) পটুয়াখালী পৌর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী।
তার বাবার নাম আব্দুস সত্তার মজুমদার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মেয়েসহ নিজে জড়িত ছিলেন বলে দাবি করেছেন ইলিয়াস হোসেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন এবং আন্দোলনে সফলতায় ভালো লাগা থেকে বাড়ির নামফলক করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় বিষয়টি ইলিয়াস হোসেনের নজরে আসে, এরপর তিনি নামফলকটি খুলে ফেলেন।