বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:২৯:০৬

কেউ যেন এই বইটি না পড়ে : জাফর ইকবাল

কেউ যেন এই বইটি না পড়ে : জাফর ইকবাল

নিউজ ডেস্ক : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমির নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে ব-দ্বীপ প্রকাশনকে বন্ধ করে দেয়।

ব-দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত ব-দ্বীপ প্রকাশনের প্রকাশক শামসুজ্জোহা মানিক সম্পাদিত ‘ইসলাম বিতর্ক’ বইটিতে ইসলাম ধর্মের অনুভূতি আঘাত করা হয়েছে অভিযোগে স্টলটি বন্ধ করা হয়। সেইসঙ্গে একই প্রকাশনীর আরও পাঁচটি বইও জব্দ করে পুলিশ।

ঐদিন রাতে প্রকাশক শামসুজ্জোহা মানিক, ফকির তসলিম উদ্দিন ও শামসুল আলম চঞ্চলকে গ্রেফতার করে পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয় ও রিমান্ড মঞ্জুর করা হয়।

এ প্রসঙ্গে কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, যে বইটির কারণে স্টলটি বন্ধ করা হয়েছে, সেটির কয়েকটি লাইন আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান আমাকে পড়ে শুনিয়েছেন। আমি কয়েক লাইন শোনার পর আর সহ্য করতে পারি নি। এত অশ্লীল আর অশালীন লেখা। এই স্টলটিকে আর অন্য দশটি সাধারণ স্টলের সঙ্গে তুলনা করলে চলবে না।

তিনি বলেন, আমি মনে করে লেখালেখির সময় কিছুটা সতর্ক থাকতে হবে। যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে। আর যে বইটির বিষয়ে কথা হচ্ছে, আমার অনুরোধ কেউ যেন এই বইটি না পড়ে।

‘লেখক-প্রকাশক-পাঠক-জনতা’র ব্যানারে গতকাল বুধবার টিএসসির সামনে প্রতিবাদ সমাবেশ করে প্রকাশক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা। এতে উপস্থিত ছিলেন প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান, লেখক বাকি বিল্লাহ, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী, লেখক লাবনি মণ্ডল প্রমুখ।

১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে