সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪২:৩৫

হু হু করে বাড়ছে যমুনার পানি, বন্যা আতঙ্ক

হু হু করে বাড়ছে যমুনার পানি, বন্যা আতঙ্ক

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কাজনক হারে পানি বাড়তে থাকায় মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে।

গত ২৪ ঘণ্টায় ৫৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৪৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে গত তিনদিন যাবৎ যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও কয়েক দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে