হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবলে চার শিশুর খুনের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। তারা হলেন- মাতব্বর আব্দুল আলী, জুয়েল (এরা বাবা ও ছেলে), বাচ্চু, আরজু এবং পুলিশ তদন্তের স্বার্থে একজনের নাম প্রকাশ করেনি।
বুধবার রাতে অভিযান চালিয়ে এ পাঁচজনকে আটক করা হয় বলে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশি আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)। বুধবার সকালে বালুচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস