এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরের নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনের (বিমসটেক) সামিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হতে পারে।
সমসাময়িক ইস্যুতে মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি। কারণ আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউইয়র্কে পৌঁছেছিলেন তার আগের দিন চলে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।’
‘কমনওয়েলথে সাক্ষাৎ হবে না। ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী। তিনি যাবেন ব্রিকস সম্মেলনে। কারণ ব্রিকস তাদের জন্য গুরত্বপূর্ণ। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টাও যাবেন না (কমনওয়েলথ সম্মেলনে)। হয়তো একটা সম্ভাবনা আছে আগামী মাসে। বিমসটেকের সম্মেলনে হবে। প্রত্যাশিত, এখনও তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে নভেম্বরে হবে, সেখানে হয়তো দ্বিপক্ষীয় যোগাযোগ হবে,’ বলেন তৌহিদ হোসেন।
এছাড়া বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ রয়েছে, তা সমাধানের চেষ্টা করবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বর্তমান সরকারের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘ডিসেম্বর কিংবা জানুয়ারিতে সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব পেলে আগামী নির্বাচনের রোডম্যাপ দেয়া যাবে।’
এ সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নেয়া যাবে।