বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ১২:০০:০০

যেখানে কাউন্সিলর নেই, যেভাবে পাবেন নাগরিকসহ অন্যান্য সনদ

যেখানে কাউন্সিলর নেই, যেভাবে পাবেন নাগরিকসহ অন্যান্য সনদ

এমটিনিউজ২৪ ডেস্ক : গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের অপসারণ করা হয়। এ অবস্থায় নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ এবং সেবা পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা।

এ অবস্থায়  ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নাগরিকদের এ বিষয়ে সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

কর্মকর্তারা নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ সেবা সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে সরবরাহ করবেন।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা দেয়া হয়েছে।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা স্বাক্ষরিত এক দফতর আদেশের মাধ্যমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই ক্ষমতা অর্পণের তথ্য জানানো হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে