বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ০৮:৫৪:০৫

বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণায় আনন্দিত প্রবাসীরা

বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণায় আনন্দিত প্রবাসীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে- প্রবাসে থাকা অবস্থায় কেউ মারা গেলে, কোনো দুর্ঘটনায় শারীরিক ক্ষতি বা অঙ্গহানি হলে ক্ষতিপূরণ বাবদ রেমিট্যান্সের বিপরীতেও ২.৫ শতাংশ প্রণোদনা দিবে। আর বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণায় আনন্দিত প্রবাসীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে দেওয়া সার্কুলার জারি করেছে। এ নির্দেশনা সার্কুলার জারির পর থেকেই কার্যকর হ‌বে বলে জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধ উপায়ে দেশে প্রেরিত অর্থের বিপরীতে বিদ্যমান হারে (২.৫ শতাংশ) রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রেমিটকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণকের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরণের সাথে সাথে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের প্রবাহ। গত মাসের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসেও। আগস্টের চেয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরে। এ মাসের প্রথম সাতদিনেই এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে