বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ০৯:০৬:২৯

কর্মসূচির উদ্বোধন, দেওয়া হবে বিনামূল্যে

কর্মসূচির উদ্বোধন, দেওয়া হবে বিনামূল্যে

এমটিনিউজ২৪ ডেস্ক : ঝিনাইদহে বিনামূল্যে ছাগল ও ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার কুঠিদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১১ লাখ ৭৮ হাজার ৩১৫টি ছাগল ও ১১ হাজার ৪০০ ভেড়াকে এ টিকা দেওয়া হবে।

কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুর রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা (ছাগল উন্নয়ন, খামার) কে এম সাদ্দাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল।

এসময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী কর্মকর্তারা ছাড়াও ৫০ জন ছাগল খামারি ছাগল নিয়ে উপস্থিত ছিলেন।

কুঠিদূর্গাপুর গ্রামের খামারি ছানোয়ার বলেন, বর্ষার সময় ছাগলের পিপিআর রোগ বেশি দেখা দেয়। এই টিকা দিতে গ্রামের ডাক্তার ডাকলে ছাগল প্রতি ৫০-১০০ টাকা দেওয়া লাগে। আবার ডাক্তার ডাকলে সময়মতো আসতে চায় না। আজ জেলা থেকে প্রাণিসম্পদের অফিসাররা গ্রামে এসে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা গোরের জন্য টিকা দিয়ে গেছে।

ছাগল খামরি জুনায়েদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ছাগল পালন করি। ছাগলের জন্য বড় একটা রোগ পিপিআর। এ রোগের টিকা সময়মতো দিতে না পারলে ছাগল মারা যায়। ছাগলের এ টিকা দিতে অনেক হয়রানি ও অর্থ ব্যয় করতে হয়। অথচ আজ প্রাণিসম্পদ অফিস থেকে গ্রামের সবাইকে একত্রিত করে বিনামূল্যে দুই ধরনের টিকা দিয়ে গেছে।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান বলেন, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সদর উপজেলার গান্না ইউনিয়নের কুঠিদূর্গাপুর গ্রামের প্রান্তিক ৫০ জন খামারিদের ২০০টির বেশি ছাগলকে ফ্রিতে টিকা দিয়ে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলায় ১১ লাখ ৮৯ হাজার ৭১৫টি ছাগল ও ভেড়াকে পিপিআর এবং ক্ষুরা রোগের টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে