বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ০৩:১০:০১

অবশেষে যেখানে সন্ধান মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের

অবশেষে যেখানে সন্ধান মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতের কলকাতার ইকোপার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে।

ভিডিওতে দেখা গেছে, কলকাতার ইকোপার্কে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কিছু নেতাকে আড্ডা দিতে দেখা যায়।

এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা।

জানা গেছে, তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আড্ডার কিছুক্ষণ পরে বাংলাদেশিদের উপস্থিতি দেখে সেখান থেকে সটকে পড়েন তারা।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পালিয়ে বিদেশ যেতে পারলেও অধিকাংশই গা ঢাকা দিয়েছেন।

অনেক নেতা গ্রেপ্তারও হয়েছেন। পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে