নিউজ ডেস্ক : সিলেটের এক সভায় বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন আপিল বিভাগ।
রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে ফখরুলের এক আবেদনের শুনানিতে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এই ব্যাখ্যা চাওয়া হয়।
গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল উদ্বোধনকালে মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ। সরকার গণতন্ত্রকে বিচারবিভাগের মধ্যে বন্দি করে রেখেছে। বারবার বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে সরকার। বিচার বিভাগ প্রভাবিত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে ছিলেন জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।
পরে মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, ‘সিলেটে উনি (মির্জা ফখরুল) বিচার বিভাগ সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যের লিখিত ব্যাখ্যা আদালতে দিতে বলা হয়েছে।’
মির্জা ফখরুলের আবেদনের ওপর আগামী ২২ ফেব্রুয়ারি শুনানির দিন রাখা হয়েছে বলে মুরাদ রেজা জানান।
তবে ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন বলেছেন, আপিল বিভাগ শুনানি নিয়ে ২২ ফব্রুয়ারি আদেশের দিন রেখেছে। ওইদিনই লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
গত ২৪ নভেম্বর নাশকতার তিন মামলায় জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ বিএনপির এই নেতাকে তিন মাসের জামিন দেয়।
এই আদেশ চ্যালেঞ্জ করে তিনি গত ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন, যা ১৫ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতির আদালতে ওঠে। শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস