রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ০১:৪৬:৫৫

গরম বাড়তে পারে কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

গরম বাড়তে পারে কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশজুড়ে প্রায় টানা চার দিন বৃষ্টির পর শনিবার (৫ অক্টোবর) বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমেছে। রোববার (৬ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি আরও কমে এসেছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে।

রোববার (৬ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে, ১৬৪ মিলমিটার। আর রাজধানীতে বৃষ্টি হয় ৩০ মিলিমিটার।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে। শুক্রবার থেকে তা আরও কমে যেতে পারে।

তিনি বলেন, আগামী শনিবার থেকে বৃষ্টি কমে আসার পর গরম বাড়তে পারে। আগামী মঙ্গলবারের (১৫ অক্টোবর) পর থেকে গরম আরও বাড়তে পারে।

গতকাল শনিবার (৫ অক্টোবর) দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে, ২৮২ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয় ৭৯ মিলিমিটার। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি কমে এসেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে