রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ০৬:৫১:২৩

কেন এত দামে বিক্রি হলো এই ৩ টি ইলিশ?

কেন এত দামে বিক্রি হলো এই ৩ টি ইলিশ?

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীতে আব্দুল হাই হালদার নামে এক জেলের জালে ধরা পড়ে বড় আকারের তিনটি ইলিশ মাছ। মাছ তিনটির মোট ওজন সাড়ে ছয় কেজি।

লন্ডনপ্রবাসী এক ক্রেতা মাছ তিনটি ২৬ হাজার টাকায় কিনে নিয়েছেন। বুধবার বিকালে দৌলতদিয়া ঘাটে অনলাইনে মাছ তিনটি কিনে নেন বগুড়ার ওই ক্রেতা।

জানা গেছে, বুধবার দুপুরের পর জেলে আব্দুল হাই হালদার তার দলবল নিয়ে পদ্মা-যমুনা নদীতে মাছ শিকারে বের হলে বিকালের দিকে ইলিশ মাছ তিনটি আটকা পড়ে তাদের জালে। সন্ধ্যার আগমুহূর্তে মাছ তিনটি দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে আসেন তারা। ওজন দিয়ে দেখেন ৬ কেজি ৫০০ গ্রাম। পরে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছগুলো ৩ হাজার ৮০০ টাকা কেজিদরে মোট ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, আমি সরাসরি জেলে হাই হালদার থেকে মাছ তিনটি ৩ হাজার ৮০০ টাকা কেজিদরে ২৪ হাজার ৭০০ টাকায় কিনে নিই। পরে এক লন্ডনপ্রবাসী মাছ তিনটি ৪ হাজার টাকা কেজিদরে মোট ২৬ হাজার টাকায় কিনে নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে