নিউজ ডেস্ক : হিজড়াদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।
মতবিনিময় শেষে মেয়র আনিসুল হককে ঘিরে ছবি তোলেন হিজড়ারা।
মেয়র আনিসুল হক বলেন, হিজড়ারাও মানুষ। তারা কখনো গুন্ডাপাণ্ডা নয়। কিন্তু তারা সমাজে লিঙ্গ বৈষম্যের শিকার। এজন্য হিজড়াদের অধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। হিজড়াদের কর্মসংস্থানের জন্য সিটি কর্পোরেশনে ডেস্ক বসানো হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, রাজধানীতে তৃতীয় লিঙ্গের এসব জনগোষ্ঠীর উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে। ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে তাদের কাছে টেনে নিতে হবে।
সভায় অন্য বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ সাধারণ মানুষের চেয়ে বেশি বিশ্বাসী ও বিনয়ী। অথচ সমাজ তাদের ঘৃণা করে। তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা থেকে বের হতে হবে। সমাজের মূল ধারায় তাদের আরো বেশি সম্পৃক্ত করতে হবে।
সভায় হিজড়াদের গুরুরা বলেন, যারা অপরাধ করছে, রাস্তায় ভিক্ষা কিংবা চাঁদা তুলছে, তারা প্রকৃত হিজড়া নয়। হিজড়া সেজে এসব করছে তারা।
দ্য ডেইলি স্টার ভবনে ইউএসএআইডির সহায়তায় এ মতবিনিময় সভার আয়োজক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুল মালেক মৃধা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন- বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নিবার্হী পরিচালক সালেহ আহমেদ প্রমুখ।
১৮ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম