বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৯:৫০

বিএনপি কার্যালয়ে আগুন, আটক ৫ নেতাকর্মী

বিএনপি কার্যালয়ে আগুন, আটক ৫ নেতাকর্মী

ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় কার্যালয়ের পাশ থেকে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।  এ তথ্য নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন পল্টন থানা যুবদল নেতা তোফাজ্জল হোসেন কাজল, ফারুক, জামাল এবং ছাত্রদলের ১জন ও শ্রমিকদলের ১জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

পল্টন থানার ওসি মোর্শেদ আলম বলেন, অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।  এর প্রতিক্রিয়ায় ৮ ফেব্রুয়ারি বিকেলে পদবঞ্চিতরা ছাত্রদলের নেতারা অফিস ভাঙচুর ও কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।
১৮ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে