ঢাকা: ভাষা আন্দোলনের ৬৪ বছর পর এসে নিজেকে ভাষা সৈনিক হিসেবে দাবী করেছেন নূর মোল্লা। শুধু তাই নয় তিনিই নাকি ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভঙ্গের প্রথম ঘোষক। একই সঙ্গে তার অভিযোগ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে এখনো তাকে ভাষাসৈনিকের স্বীকৃতি দেয়া হয়নি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নূর মোল্লা বলেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আমি সে কমিটির একজন সদস্য। রাষ্ট্রভাষা বাংলা চাই এ দাবিতে তখন আমরা ঘোড়ার গাড়িতে চড়ে টিনের চোঙ্গা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বক্তৃতা দিতাম।’
তিনি আরও বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল পূর্ব পাকিস্থান আইন পরিষদের অধিবেশন। এর আগের দিন ২০ ফেব্রুয়ারি বিকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নুরুল আমিন সরকার ঢাকায় এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করেন। ওই দিন রাতেই আমরা মোহাম্মদ তোয়াহার বাসায় সভা করে ১৪৪ ধারা ভঙ্গ করায় চুড়ান্ত সিন্ধান্ত নেই। এবং ওই সভাতে আমিই প্রথম দ্ব্যর্থহীন কণ্ঠে ১৪৪ ধারার ভঙ্গের ঘোষণা দেই।’
‘উপস্থিত সকলে ঘোষনার সমর্থনে পরদিন সকালে গোপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় জড়ো হয় । এরপর মিছিল শুরু করলে পুলিশ গুলি চালায়। তাতে রফিক, শফিক, সালাম, জব্বারসহ অনেকেই শহীদ হন।’
‘তাদের মধ্যে একজনের লাশ আমরা লুকিয়ে রাখি। পরদিন সেই লাশ নিয়ে মিছিল শুরু করলে পুলিশ আবার গুলি চালায় এবং আরো ২ জন শহীদ হন।’
আমিও ভাষা সৈনিক। তবে আমাকে স্বীকৃতি দেয়া হয়নি। স্বীকৃতি দেয়া হয়নি তাতে আমার দুঃখ নেই। তাহলে কেন এই সংবাদ সম্মেলন এমন প্রশ্নের তিনি কোন উত্তর দেন নি।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম