ঢাকা : বিএনপির কাউন্সিল নিয়ে টালবাহানা করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতেই সরকার বিএনপিকে কাউন্সিল করার অনুমতি দিচ্ছে না।
বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদবের পর এ অভিযোগ করেন নোমান।
নোমান বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। গণতন্ত্র আজ নির্বাসিত। আমাদের কথা বলতে দেয়া হচ্ছে না। আমরা কথা বললেই জেল-জুলুম, অত্যাচার নির্যাতন আর নিপীড়ন করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সহ-ধর্মবিয়ষক সম্পাদক জন গোমেজ প্রমুখ।
১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম