ঢাকা : ২১ ফেব্রুয়ারির প্রথম ভাগে শহীদ মিনারে বিশেষ ব্যবস্থায় ফুল দিতে অনুমতি লাগবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও মন্ত্রীবর্গ ফুল দিয়ে বেরিয়ে যাওয়ার পর জনসাধারণের মতো এককভাবে ফুল দিতে হবে তাকে।
ভিআইপিগণ যে রাস্তা দিয়ে প্রবেশ ও বের হবেন, সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আছাদুজ্জামান মিয়াকে সাংবাদিকরা প্রশ্ন করেন- হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারে প্রবেশ করবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভিআইপি ও কূটনীতিকরা। সেই রাস্তা দিয়েই কি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রবেশ করতে পারবেন?
জবাবে ডিএমপি কমিশনার বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিয়ম মেনে চলা আমার কর্তব্য। আমি আগেই বলেছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, কূটনীতিকবর্গ শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের কাছে অনুরোধ করেন, তবে তাকে দোয়েল চত্বর দিয়েই নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেয়া হবে।
১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম