বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২:৪৪:১৭

জন্ম-মৃত্যুনিবন্ধন ইস্যুতে বড় সুখবর

জন্ম-মৃত্যুনিবন্ধন ইস্যুতে বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে নিরবচ্ছিন্নভাবে শুরু হয়েছে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম।

বুধবার (৯ অক্টোবর) থেকে ডিএনসিসির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করার কারণে ওয়ার্ডভিত্তিক জন্ম ও মৃত্যুনিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসি'র সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যুনিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে। 

উল্লেখ্য, ডিএনসিসি'র ওয়ার্ড নম্বর ১ থেকে ৩৬ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ওয়ার্ড নম্বর ৩৭ থেকে ৫৪ পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো৷

গত ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জন্ম ও মৃত্যুনিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের লিংক http://bdris.gov.bd/br/application

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে