বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২:৪৮:৫৫

যে কারণে এবার বিএসএফকে মিষ্টি খাওয়ালো বিজিবি

যে কারণে এবার বিএসএফকে মিষ্টি খাওয়ালো বিজিবি

এমটিনিউজ২৪ ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপারে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি খাওয়ালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে ছয় প্যাকেট মিষ্টি উপহার দেয়া হয়। এ সময় বিএসএফ বিজিবিকে ধন্যবাদ জানায়।

জানা যায়, বিকেল সোয়া ৫টার দিকে বিজিবির আইসিপি কমান্ডার হাবিলদার মো. রুহুল আমীন ছয় প্যাকেট মিষ্টি বিএসএফ লঙ্কামোড়া কম্পানি কমান্ডার মহাবীরের হাতে তুলে দেন। এ সময় বিজিবি ও বিএসএফ নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবির আখাউড়া আইসিপি কমান্ডার বলেন, ‘সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি-বিএসএফ পরস্পরকে মিষ্টি ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। তাই এবারও দুর্গাপূজার উপলক্ষে তাদের উপহার হিসেবে মিষ্টি দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে