বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ০৬:২৮:৩২

'ছাত্রলীগ নিষিদ্ধ না হলে সোমবার থেকে আন্দোলন'

'ছাত্রলীগ নিষিদ্ধ না হলে সোমবার থেকে আন্দোলন'

এমটিনিউজ২৪ ডেস্ক : জ''ঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আগামী রবিবারের (১৩ অক্টোবর) মধ্যে এ দাবি পূরণ না হলে সোমবার (১৪ অক্টোবর) থেকে তিনি আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মতবিনিময়সভার আয়োজন করে। এ সময় তিনি শিক্ষার্থীদেরও তার দাবির পক্ষে মাঠে নামার আহ্বান জানান। 

 সভায় মাহমুদুর রহমান বলেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আমি সাত দিনের সময় দিয়েছিলাম। রবিবার সেই সময় শেষ হবে। রবিবারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন।

নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমি ঢাকায় মাঠে থাকব। আপনারা এখানে মাঠে থাকবেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশের একমাত্র জ'ঙ্গি সংগঠন হলো এই ছাত্রলীগ।

আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে হবে। আগে ছাত্রলীগকে দিয়ে শুরু করি পরে আওয়ামী লীগকে ধরব।’ 

 এ ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিফল হলে বাংলাদেশে আবারও ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘দুটো লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল। প্রথম লক্ষ্য ছিল ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো। দ্বিতীয়ত, ভারতীয় আধিপত্যবাদকে নির্মূল করা।

আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু দ্বিতীয়টা আমরা এখনো অর্জন করতে পারিনি। এখন সুযোগ এসেছে, ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করার। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে সব চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ এই সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সরকারকে টিকিয়ে রাখতে সিসাঢালা ঐক্য লাগবে। ১৮ কোটি জনগণ যদি এক থাকে তাহলেই ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব।’ 

তিনি আরো বলেন, ‘পাশাপাশি সরকারের দিকেও আমাদের নজর রাখতে হবে। যাতে তারা বিপদগামী না হয়। সবাইকে এই দায়িত্ব নিতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়তে গিয়ে আবরার শহীদ হয়েছে। আমাদের এ লড়াইকে অব্যাহত রাখতে হবে। অর্জিত বিপ্লবকে কোনোভাবেই বিপদগামী করা যাবে না।’

শেখ হাসিনাকে দিল্লির ঘৃণ্য এজেন্ট হিসেবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘১৬ বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট ও ইসলামবিরোধী সরকার ছিল সেটি সরাসরি দিল্লি থেকে পরিচালিত হয়েছে। ১৯৮১ সালে ইসলাম এবং বাংলাদেশকে ধংস করার জন্য সে দিল্লি থেকে এসেছিল। পতনের পর এখন আবার প্রভুর কাছেই তিনি আশ্রয় নিয়েছেন। দিল্লি ছাড়া তার আর যাওয়ার জায়গা নেই। তিনি যে দিল্লির ঘৃণ্য এজেন্ট ছিলেন এটাই তার দৃষ্টান্ত প্রমাণ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে