বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:২১:৫৮

কাউন্সিলের পর সরকার পতন আন্দোলন : হাফিজ উদ্দিন

কাউন্সিলের পর সরকার পতন আন্দোলন : হাফিজ উদ্দিন

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকার একের পর এক ষড়যন্ত্রের জাল বুনে দেশকে অস্থিতিশীল করে রেখেছে।  এর উদ্দেশ্য হলো অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা। বিএনপিকে পাকিস্থানপন্থী দল হিসেবে প্রতিষ্ঠিত করা।

তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংস করবেন না।  গণতন্ত্রকে বিকশিত হতে দিন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

‌‘অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার কর, অবসরের পর রায় লেখা বিচারব্যবস্থা এবং গণতন্ত্রের জন্য অশনিসংকেত’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশে আইনের শাসন নেই।  শাসক দলের লোকেরা গুম-খুন করে যাচ্ছে।  শিশু হত্যা করা হচ্ছে।  শিশুদের গুম করে চাঁদা আদায় করা হচ্ছে।  প্রশাসন এখন বলছে, সরকারকে আমরাই ক্ষমতায় এনেছি, আমরাই টিকিয়ে রেখেছি।  পুলিশ বলছে, আমরা দেশের রাজা।

তিনি বলেন, আওয়ামী লীগ বারবার ইতিহাস বিকৃতি করেছে।  যারা পাকিস্তানের ভাতা খেয়েছেন, পাকিস্তানের সেনাদের দ্বারা নিরাপত্তায় ছিলেন তারা এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছেন।  যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা এখন পাকিস্তানের দালাল হয়ে গেছেন।  এটা কি হয়? সত্য বললেই রাষ্ট্রদ্রোহ হয়ে যায়।

মেজর হাফিজ বলেন, পৃথিবীর কোথাও অবসরে যাওয়ার পর রায় লেখার বিধান নেই।  কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে