শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ০৮:৫৭:২৮

বজ্রপাতে ৩ নারীর মৃত্যু

বজ্রপাতে ৩ নারীর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে তিনজন নারী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহতরা হলেন: উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর দক্ষিণপাড়া গ্রামের মো. আজমত মোল্লা স্ত্রী মোছা. নারগীস আক্তার (৪৫), একই ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মো. হেলালের স্ত্রী মোছা. হেলেনা (২৮) ও উপজেলার মৌরাট ইউনিয়নের ‍বিল্লাল প্রামাণিকের স্ত্রী রুব্বান (৩৫)।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার জানান, বৃহস্পতিবার বিকেলে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। আলাদা বজ্রপাতে আহত হয়ে তিনজন নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের শরীরে বজ্রাঘাতের কোনো চিহ্ন নেই। তারা কেউ ঘরের মধ্যে ছিলেন, কেউ ঘরের বাহিরে ছিলেন। তাদের আশপাশে বজ্রপাতে ঘটনা ঘটেছে। হাসপাতালে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। সবাই শঙ্কামুক্ত আছেন।

বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এ চিকিৎসক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে