বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩২:১৯

‘এবারের বাজেট সাড়ে চার লাখ কোটি টাকা’

‘এবারের বাজেট সাড়ে চার লাখ কোটি টাকা’

নিউজ ডেস্ক : ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট ৪ লাখ ৪০ হাজার কোটি থেকে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে।

এ লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃস্পতিবার দশম জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, যে বাজট উপস্থাপন করি সেই বাজেট উপস্থানটাও অনেক বদলে যাবে।  এখন আমাদের বাজেট তিন লাখ কোটি টাকার বাজেট।  এই তিন লাখ কোটি টাকার বাজেট থেকে সরকারের মেয়াদের শেষদিকে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে যে বাজেট দেব সেটি হবে ৪ লাখ ৪০ হাজার কোটি থেকে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকার।  এ লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে।

তিনি ক্যাপিটাল প্রজেক্টর অন্তর্গত পদ্মা সেতু ও রূপপুর প্রকল্প ও মহেশখালী পাওয়ার সেন্টার এবং মেট্রো রেল প্রকল্পের কথা উল্লেখ করেন।
১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে