বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪৬:৪১

দ্বিতীয় ধাপে ইউপিতে ভোটগ্রহণ ৩১ মার্চ

দ্বিতীয় ধাপে ইউপিতে ভোটগ্রহণ ৩১ মার্চ

ঢাকা : দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৩১ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।  সে লক্ষ্যে ৬৮৪টি ইউপির চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার ইউপির তালিকাসহ ভোটের সময়সূচি নির্ধারণ করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে ইসি।

ইসি সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি আকারে জারি করবে।

ঘোষিত তফসিলে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ ও ৬ মার্চ।  প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।  ভোটগ্রহণ ৩১ মার্চ।

এর আগে ১১ ফেব্রুয়ারি ৭৫২ ইউপির তফসিল ঘোষণা করে ইসি।  ২২ মার্চ এসব ইউপিতে ভোটগ্রহণ।  পরে সীমানা ও আইনি জটিলতায় ১৩ ইউপি তালিকা থেকে বাদ দেয়া হয়।

দ্বিতীয় ধাপে ৭১০টি ইউপির প্রাথমিক তালিকা থাকলেও ৬৮৪টি ইউপির তালিকা ইসি চূড়ান্ত করে বৃহস্পতিবার।

এবার ৬ ধাপে ইউপি নির্বাচন হবে।  এরই মধ্যে ৬টি ভোটের দিনও জানিয়ে দিয়েছে ইসি।

পরের ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে