এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এদেশে আমরা কেউ সংখ্যালঘু না, সংখ্যা গরিষ্ঠও না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এদেশের সবার সমান অধিকার ও মর্যাদা নিয়ে থাকবো, সবাই সব ধর্মের প্রতি সম্মান ও ভালোবাসা নিয়ে থাকবো। এতে সবাই মিলে সুখে-শান্তিতে থাকবো।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় শারদীয় পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পাশে থেকে তাদের শারদীয় দুর্গাপূজা যেন সুষ্ঠু ও সুন্দর হয় সে বিষয়ে সহযোগিতা করা হবে।’
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।