ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছেন। আপনি কি জানেন রাষ্ট্রদ্রোহ কী?
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
কারাগারে বন্দি বিএনপি নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এ প্রতিবাদ সভার আয়োজন করে।
শাহ মোয়াজ্জেম বলেন, রাষ্ট্রদ্রোহী তাদের বলে যারা দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আপনি দেখিয়ে দিন খালেদা জিয়া কোথায়, কীভাবে দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনি খালেদা জিয়াকে পাকিস্তানের দালাল বলেন। কিন্তু তিনি তো একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারের স্ত্রী। আপনি যুদ্ধ করে পেয়েছেন জয়কে। সে জয়ও আজ বড় হয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা করলে আপনি করবেন।
তিনি বলেন, কেউ স্বাধীন হোক আর না হোক, এ দেশের পুলিশ স্বাধীন হয়েছে। তারা নিজেরাই ঘোষণা করছে, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। তাহলে আপনি এবার বলেন, এ দেশের রানী কে?
শাহ মোয়াজ্জেম বলেন, কাউন্সিল আমরা কোথায় করবো তা এখনো ঠিক হয়নি। সরকার থেকে এখন পর্যন্ত কোনো জায়গা নির্ধারণ করে দেয়নি। এরই নাম কি গণতন্ত্র? এ জন্য কি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি?
সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ সকল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের মুক্তির দাবি জানানো হয়।
আয়োজক সংগঠনের সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুজিবর রহমান সারোয়ার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।
১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম