শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪২:১৫

‘আইএসআই’ এজেন্ট সন্দেহে ভারতে আটক ২ বাংলাদেশি

‘আইএসআই’ এজেন্ট সন্দেহে ভারতে আটক ২ বাংলাদেশি

নিউজ ডেস্ক : পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর চর সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মেহেদীপুর থেকে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে রাজ্যটির  গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার সকালে মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মেহেদীপুর স্থলবন্দর থেকে আনারুল শেখ ও ইমদাদুল শেখ নামে দুই জনকে আটক করা হয়।

রাজ্য পুলিশ সূত্রে জানিয়েছে, আটক হওয়া দুইজনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। এদিন দুপুরে ২ জনকেই মালদা জেলা আদালতে তোলা হয়। আদালত তাদের ১০ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।

আটক দুই ব্যক্তিকেই কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই দুই ব্যক্তি এর আগেও বেশ কয়েকবার পাশপোর্ট ভিসা করে ভারতে আসেন এবং ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই-কে পাচার করছিল বলে অভিযোগ। এইসব অভিযোগ খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দারা।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে