শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০০:১১

এটিএম বুথে হিজাব পরে প্রবেশে বাধা নেই

এটিএম বুথে হিজাব পরে প্রবেশে বাধা নেই

নিউজ ডেস্ক : এটিএম বুথে হিজাব পরে প্রবেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই উল্লেখ করে গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহারে কোনো প্রকার বিধি-নিষেধ আরোপ করা হয়নি। সামপ্রতিক সময়ে সংঘটিত এটিএম জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক গতই ১৭ই ফেব্রুয়ারি সব তফসিলি ব্যাংকের সঙ্গে একটি সভার আয়োজন করে।

ওই সভায় বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি একটি ব্যাংক কর্তৃক হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা ঠিক হবে কি না সে বিষয়ে দিক নির্দেশনা চায়।

এর প্রেক্ষিতে সভার সভাপতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা যাবে। জনসাধারণকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে