বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:০২:৩৭

যে বড় সুখবর আসছে পোশাক শ্রমিকদের জন্য

যে বড় সুখবর আসছে পোশাক শ্রমিকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, পোশাক শ্রমিকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করা হবে। এ ব্যাপারে কারখানা মালিকদের শতভাগ সহযোগিতা আশা করছি। মালিকরা এগিয়ে এলেই এটা বাস্তবায় করা সম্ভব। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় টঙ্গীর পাগাড় এলাকায় জাবের অ্যান্ড যোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় পোশাক শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের কোনো পেনশন নেই। তাই আমার একটি স্বপ্ন আছে, অন্যান্য পেশাজীবীদের মতো পোশাক শ্রমিকদের পেনশন ব্যবস্থা চালু করা। যাতে পরবর্তী সময়ে তাদের দুর্বিষহ জীবনযাপন করতে না হয়। পোশাক খাতে যেন উৎপাদন ব্যাহত না হয়। ছাত্র-জনতার আন্দোলনে শতাধিক শ্রমিক প্রাণ দিয়েছেন। তাই শ্রমিকদের অগ্রাধিকার সবসময় বেশি। আমাদের দীর্ঘ লড়াই শেষে আমরা দায়িত্বে এসেছি। আমাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

তিনি বলেন, পোশাক শিল্প এলাকায় সহিংসতায় ঘটনায় বহিরাগতরা জড়িত। সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। সীমাহীন দুর্নীতি, লুটপাটের পরেও দেশের অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের ওপর নির্ভর করে। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ১৮টি যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। দাবিগুলো বাস্তবায়নে কাজ করা হচ্ছে। আজ থেকে শ্রম অঞ্চলে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হলো। ধাপে ধাপে দেশের সব শ্রম অঞ্চলে এ কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।

এদিকে বক্তব্য শেষে শ্রমিকদের মাঝে টিসিবির পণ্য তুলে দেন প্রধান অতিথি উপদেষ্টা আসিফ মাহমুদ। নিত্যপণ্যগুলোর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি তেল ও দুই কেজি ডাল। শ্রমিকদের প্রতি মাসের বেতন থেকে টিসিবির পণ্যের মূল্য বাবদ ৪৭০ টাকা কেটে নেওয়া হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে